প্রকাশিত: Thu, Mar 7, 2024 9:47 AM
আপডেট: Mon, Jan 26, 2026 3:29 PM

[১]গুলশানে ২ বাণিজ্যিক ভবন অগ্নি ঝুঁকিপূর্ণ ঘোষণা [২]কাচ্চি ভাই, কেএফসি ও ডোমিনোজ পিজাসহ ৭ রেস্তোরাঁকে ৯ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী: [৩] রাজধানীর রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতিসহ নানা অনিয়ম খুঁজতে বুধবার অভিযান চালিয়েছে দুই সিটি কর্পোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। বুধবারসহ তিন দিনের পুলিশি অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৮৭২ জনকে।

[৪] অভিযানকালে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা না থাকায় গুলশান-২ নম্বরের ছয় ও সাততলা বিশিষ্ট বাণিজ্যিক দুটি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ব্যানার টাঙ্গিয়েছেন ডিএনসিসি’র ভ্রাম্যমাণ আদালত।

[৫] এর আগে গুলশান-২ এর ৪৬ নম্বর রোডের ৩৩ নম্বর হোল্ডিংয়ের এই ভবনে থাকা কাচ্চি ভাই রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ধানসিঁড়ি নামে আরেকটি রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ৩৪ নম্বর হোল্ডিংয়ে সেভা হাউজের সামনে সিঁড়িতে মালামাল রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই দুটি ভবনেই অগ্নি ঝুঁকিপূর্ণ ব্যানার টানানো হয়েছে।

[৬] ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নাইন বলেন, ৩৩ নম্বর হোল্ডিংয়ের বাণিজ্যিক ভবনটিতে অনেকগুলো রেস্তোরাঁ রয়েছে। কোনোটিতেই অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই। এছাড়া ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় দি এইচ নামে একটি আবাসিক হোটেল রয়েছে। কিন্তু অগ্নিকাণ্ড ঘটলে বের হওয়ার সুযোগ কম। দুই পাসে দুটি সিঁড়ি থাকলেও তা সরু। এমন পরিস্থিতিতে এই হোটেলটি কীভাবে অনুমোদন পেলো, তার সব কাগজপত্র বুধবার বিকেলের মধ্যে দিতে বলা হয়েছে। কাগজপত্র দেখে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

[৭] খিলগাঁওয়ে ফায়ার সেফটি না থাকায় এবং বাণিজ্যিক ভবনে রেস্তোরাঁ করায় কেএফসি ও ডোমিনোজ পিজাকে চার লাখ টাকা জরিমানা করেছেন রাজউকের ভ্রাম্যমান আদালত।  

[৮] রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক কামরুল ইসলাম জানান, তাদেরকে সব নিয়ম-কানুন মেনে এবং নিরাপত্তা নিশ্চিত করে রেস্তোরাঁ চালাতে বলা হয়েছে। রেস্তোরাঁ মালিকদের পাশাপাশি শিগগিরই ভবন মালিকদেরও শাস্তির আওতায় আনা হবে।

[৯] এছাড়া চায়না ল্যান্ড রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই কারণে আরো চারটি রেস্তোরাঁকে মোট সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।

[১০] রাজধানীর নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ফায়ার সার্ভিস। এসময় মার্কেটের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ও ঝুঁকি পর্যবেক্ষণ করে বিভিন্ন অসঙ্গতি সমাধানের নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে সিঁড়িতে ভাসমান দোকান করার কারণে ১৩টি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা করা হয়েছে।

[১১] গত ৩ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত রাজধানীর ১৩৪৭টি প্রতিষ্ঠানে অভিয়ান চালিয়েছে পুলিশ। এরমধ্যে ১১৩২টি হোটেল বা রেস্তোরাঁ, ২০৭টি ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার রাখার দোকান ও ৮টি কেমিক্যাল গোডাউন রয়েছে। এসব ঘটনায় মামলা দায়ের হয়েছে ২০টি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব